ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে যথাযথ মর্যাদায়  মহান বিজয় দিবস পালিত

সিরাজগঞ্জে যথাযথ মর্যাদায়  মহান বিজয় দিবস পালিত

সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ পালিত হয়েছে। সোমবার সকালে এ দিবস উপলক্ষ্যে সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম । এ সময় পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন উপস্থিত ছিলেন এবং অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস্) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোঃ শামছুল আজমসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ। এছাড়া দুপুরের দিকে শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বীর শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিজয় দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত